লকডাউন মানতে বলায় পুলিশের উপর হামলা

চান্দগাঁওয়ে গ্রেপ্তার ১৫

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৩ জুলাই, ২০২১ at ১০:১২ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁওয়ে লকডাউন মানতে বলায় হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। গত রোববার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। হামলার এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ১৫ জনকে গতকাল সোমবার সকালে আদালতে পাঠানো হয়। মহানগর হাকিম আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলেন রবিউল আলম (২৭), সুমন প্রকাশ আনিস (২৭), মো. মুছা প্রকাশ ইয়াবা মুছা (৫১), মো. ইয়াছিন (১৯), আবদুল খালেক (৩৮), সৈয়দ আকবর (৪২), মো. খোকন (৪২), মো. ফারুক (৩৩), মো. ভুট্টু (৩৭), মো. ফারুক (৪১), মো. রায়হান (২০), মো. বাদশা (৩২), মো. বশির (৫৩), মো. ইমন (১৯), মো. লিমন (২০)।
চান্দগাঁও থানা সূত্রে জানা গেছে, ওইদিন মোহরা কবির টাওয়ারের সামনে জানালী হাট রেলস্টেশনের ৮নং পুলের গোড়া গলির মুখে পাকা রাস্তার উপর রবিউল আলমসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা সরকারি নির্দেশনা অমান্য করে আড্ডা দিচ্ছিল। এ সময় লকডাউন মানার অনুরোধ করলে তারা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। হামলায় পুলিশের এসআই জাফর আহম্মদ গুরুতর জখম হয়। এ সময় একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাও ভাংচুর করে হামলাকারীরা। পরে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। চান্দগাঁও থানার এসআই আমির হোসেন আজাদীকে বলেন, মোহরায় পুলিশের উপর হামলা, সরকারি কর্তব্য পালনে বাঁধা ও লকডাউনের নির্দেশনা অমান্য করার অভিযোগে থানায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার ১৫ জনকে মহানগর হাকিম আদালত কারাগারে পাঠিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধনিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পাবে তিন উপজেলার কয়েক হাজার পরিবার
পরবর্তী নিবন্ধবন্ধ করে দেওয়া হলো রোয়াজারহাট পশুর বাজার