লকডাউন বাস্তবায়নে আরো কঠোর হওয়ার আহ্বান

রাঙামাটিতে সমন্বয় সভা

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ২০ এপ্রিল, ২০২১ at ১০:৫৬ পূর্বাহ্ণ

রাঙামাটিতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। তিনি বলেন, রাঙামাটি জেলায় করোনার সংক্রমণ কমে গেলেই সকলেই এর সুফল পাবে। সরকার কখনোই চাইবে না দীর্ঘদিন লকডাউন দিয়ে দেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে। তিনি জনগণের মাঝে সচেতনতা বাড়াতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। গতকাল সোমবার রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে রাঙামাটিতে করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও অন্যান্য সরকারি কার্যক্রম বিষয়ক সমন্বয় সভায় তিনি একথা বলেন। সভায় রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি ডিজিএফআই কর্নেল জিএস ইমরান ইবনে রউফ, রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রসূণ বড়ুয়া, জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায় প্রমুখ। পবন চৌধুরী আরো বলেন, জনগণকে মাস্ক পড়েন মাস্ক পড়েন বললে হবে না। সেই ব্যক্তির মাস্ক কেনার সামর্থ্য আছে কিনা তা দেখতে হবে। তাই জনগণের মাঝে সচেতনতা বাড়াতে মাস্ক বিতরণ করাও জরুরি বলে তিনি মন্তব্য করেন। তিনি রাঙামাটিবাসীর জন্য মাস্ক দেওয়ার প্রতিশ্রুতি দেন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় সুপেয় পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন
পরবর্তী নিবন্ধহেফাজতের ২ সমর্থক বান্দরবানে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক