লকডাউন : পার্সেল ট্রেনও বন্ধ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ জুন, ২০২১ at ৫:৪৩ পূর্বাহ্ণ

করোনার বিস্তার রোধে সীমিত পরিসরে লকডাউনে গতকাল থেকে বন্ধ হয়ে গেছে সব ধরনের ট্রেন চলাচল। প্রথম ঘোষনায় ২৮ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ করা হলেও ১ জুলাই থেকে কঠোর লকডাউনেও ট্রেন বন্ধ থাকবে বলে জানা গেছে। তবে এবার লকডাউনের মধ্যে পার্সেল ট্রেন চলাচলও বন্ধ হয়েছে। অন্যান্য সময়ে লকডাউনে পার্সেল ট্রেন চললেও এবার পার্সেল ট্রেনও চলছে না। এই ব্যাপারে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী আজাদীকে জানান, আজকে (গতকাল সোমবার) ট্রেন চলাচল করেনি। এখন ২৮ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে। তবে ১ জুলাই থেকে কঠোর লকডাউনেও ট্রেন চলবে না বলে মনে হচ্ছে। কারন প্রত্যেক লকডাউনেই ট্রেন চলাচল বন্ধ থাকে। আপাতত ৩০ তারিখ পর্যন্ত বন্ধের নোটিশ এসেছে। ৩০ তারিখ পরবর্তী ধাপের নোটিশ আসবে বন্ধের ব্যাপারে। এবার পার্সেল ট্রেনও চলছে না। অন্যান্যবার পার্সেল ট্রেন চলতো। এবার এই ব্যাপারে কোন নির্দেশনা আসেনি।
করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে ২৮ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সীমিত এবং ১ জুলাই থেকে পরবর্তী ৭দিন কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এই সময়ের মধ্যে সকল ধরনের গণপরিবহনসহ দুরপাল্লার বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ে মাটি কাটতে গিয়ে চাপা পড়ে আহত ৩
পরবর্তী নিবন্ধট্রান্সফর্মারে আগুন এলাকায় আতংক