লকডাউন অমান্য করায় ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

চন্দনাইশ-লোহাগাড়া

আজাদী ডেস্ক | শুক্রবার , ২৩ এপ্রিল, ২০২১ at ৭:০০ পূর্বাহ্ণ

করোনা মহামারী রোধে সরকার ঘোষিত লকডাউন অমান্য করে দোকানপাট খোলা রাখা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় চন্দনাইশে ৭ ব্যবসায়ীকে ৭ হাজার ৫০০ টাকা ও লোহাগাড়ায় ৯টি মামলায় ৪৩ হাজার ১শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আমাদের চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে লকডাউনে ব্যবসা প্রতিষ্টান খোলা রাখার অপরাধে ৭ ব্যবসায়ীকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে কঠোর অবস্থান নিয়েছে চন্দনাইশ উপজেলা প্রশাসন। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার গাছবাড়িয়াস্থ ছিদ্দিক বাছুরা শপিং সেন্টারে অভিযান চালায়। এসময় দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনা করায় মোস্তাক শাহ স্টোরের সত্বাধিকারী মো. মোস্তাককে ২ হাজার, আল মক্কা স্টোরের সত্বাধিকারী মো. সালমানকে ১ হাজার, আল মক্কা হাউজের সত্বাধিকারী আনোয়ার হোসেনকে ১ হাজার টাকা, বেবি জুসের সত্বাধিকারী মো. ইমরানকে ১ হাজার, শ্যামল জুয়েলার্স’র সত্বাধিকারী শ্যামল ধরকে ১ হাজার, খাজা এন্টারপ্রাইজের সত্বাধিকারী মো. সাজ্জাদকে ১ হাজার, কনফেকশনারী দোকানের সত্বাধিকারী মো. হারুনকে ৫০০ টাকাসহ ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে পথচারী, যানবাহন চালক ও যাত্রীদের করোনা ভাইরাস সংক্রমণ রোধে করনীয় সম্পর্কে সচেতন করা হয় এবং জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন জানান, সচেতনতামূলক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে লোহাগাড়ায় দোকানে পণ্যের মূল্য না থাকা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯টি মামলায় ৪৩ হাজার ১শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সদর বটতলী মোটর স্টেশন ও পদুয়া তেওয়ারীহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব জিতু এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী। অভিযানে বটতলী মোটর স্টেশনে ৩ ফলের দোকানীকে ২৫ হাজার টাকা, এক মিষ্টির দোকানিকে ১০ হাজার টাকা, পদুয়া তেওয়ারীহাট বাজারে ২ মুদি দোকানীকে ৭ হাজার টাকা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩ ব্যক্তিকে ১১শ টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব জিতু জানান, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় ভোক্তা অধিকার আইন ও সংক্রমণ প্রতিরোধ আইনে ৯টি মামলায় ৪৩ হাজার ১শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ধরণের অভিযান চলমান থাকবে। অভিযানে সহায়তা করেন লোহাগাড়া থানার এসআই দেলোয়ার হোসেন ও উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধবাহুলী গণহত্যা দিবসের ৫০তম বার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধবয়স নিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের হয়রানি করা হচ্ছে