লকডাউন অকার্যকর হয়ে পড়েছে : ডা. শাহাদাত

নগরীতে মাস্ক বিতরণকালে ডা. শাহাদাত

| বৃহস্পতিবার , ৮ জুলাই, ২০২১ at ৫:১৪ পূর্বাহ্ণ

সরকারের অযোগ্যতার কারণে লকডাউন সম্পূর্ণ অকার্যকর হয়ে গেছে বলে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে টিকা সংগ্রহ ও বিতরণ সংক্রান্ত বিষয়গুলোতে সরকারের দায়িত্বহীনতা, অযোগ্যতা এবং দুর্নীতির কারণে পুরো কার্যক্রম ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। করোনা নিয়ন্ত্রণে কোনো পরিকল্পিত ও কার্যকরী রোডম্যাপ তৈরী করতে পারেনি সরকার। প্রকৃতপক্ষে করোনা ভাইরাস নিয়ে সরকারের কোনো সুপরিকল্পিত কর্মসূচিও নেই। তিনি গতকাল বুুধবার নগরীর মুরাদপুর, মির্জাপুল, কাতালগঞ্জ ও পাঁচলাইশ থানা এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাব চট্টগ্রাম শাখার পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণকালে এসব মন্তব্য করেন। এর আগে কাতালগঞ্জ জামে মসজিদে ড্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ডা. গোলাম মর্তুজা হারুনের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ড্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. জসীম উদ্দিন, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দীন, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ডা. এস এম সরোয়ার আলম, চট্টগ্রাম জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, ইদ্রিস আলী, আবদুর রশীদ দৌলতী চেয়ারম্যান, আসাদুর রহমান টিপু, সাবাব ইয়াজদানী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগরে পৃথক দুই ছিনতাই উবার চালকসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধপিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাইভেট কারে আগুন