লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে কেপিএম চালু

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ২ জুলাই, ২০২১ at ৭:৩৬ পূর্বাহ্ণ

লকডাউনেও স্বাস্থ্যবিধি মেনে চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী পেপার মিলে (কেপিএম) উৎপাদন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল কেপিএম’র এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিদ্যুৎ কুমার বিশ্বাস। সভায় বক্তব্য রাখেন প্রধান প্রকৌশলী স্বপন কুমার সরকার, জিএম (উৎপাদন) গোলাম সরওয়ার, জিএম (এফআরএম) মো. শহীদুল্লাহ, জিএম (প্রশাসন) মো. সেলিমুল হক, সিবিএ সভাপতি আবদুর রাজ্জাক ও সম্পাদক মো. আনোয়ার হোসেন। সভায় বিসিআইসি’র নির্দেশনায় কেপিএম কারখানায় স্বাভাবিক নিয়মে উৎপাদন সচল রাখার সিদ্ধান্ত হয়। তবে করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত শতভাগ স্বাস্থ্যবিধি মানতে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়। সভায় করোনা প্রতিরোধে কারখানার উর্ধতন কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়। কমিটি সার্বক্ষণিক কারখানা মনিটরিং করছে। স্বাস্থবিধি মানতে ও সবাইকে সচেতন করতে আবাসিক এলাকায় মাইকিং করা হচ্ছে। মসজিদে নামাজ আদায়সহ সামাজিক দুরত্ব বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্মার্টফোনের ক্যামেরা পারমিশন বন্ধের উপায়
পরবর্তী নিবন্ধগ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তর্নিহিত কারণ খুঁজে বের করার দাবি