লকডাউনে ব্যাংক চালু থাকলে পুঁজিবাজারও খোলা

| রবিবার , ১১ এপ্রিল, ২০২১ at ৬:০২ পূর্বাহ্ণ

সরকারের পরিকল্পিত ‘কঠোর লকডাউনের’ মধ্যে দেশের পুঁজিবাজারে লেনদেন হবে কিনা তা জানা যাবে আজ। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার মুখপাত্র রেজাউল করিম জানিয়েছেন, সর্বাত্মক লকডাউনের মধ্যে ব্যাংক খোলা থাকলে বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারেও লেনদেন চলবে।
অন্যদিকে ‘আসছে’ লকডাউনের মধ্যে ব্যাংক চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এখনও সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র সিরাজুল ইসলাম। তিনি জানান, সরকারের পক্ষ থেকে জানানো হলে আগামীকাল (রোববার) ব্যাংক খোলা বা বন্ধ থাকার বিষয়ে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত জানাবে। খবর বিডিনিউজের।
সাধারণ ছুটিতে গতবছর দেশের পুঁজিবাজার বন্ধ থাকলেও এ বছর লকডাউনে ব্যাংক খোলা থাকার সঙ্গে সমন্বয় রেখে দু’ঘণ্টা লেনদেন হচ্ছে পুঁজিবাজারে। এরইমধ্যে আরো কঠোর করে নতুন লকডাউন দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন সরকারের নীতি নির্ধারকরা।
এর আগে করোনা ভাইরাস সংক্রমণ অতি দ্রুত বাড়তে থাকলে আবারও লকডাউন দেওয়া হতে পারে এমন গুজবে মার্চের শেষ সপ্তাহে পুঁজিবাজারে ব্যাপক দরপতন হয়। লকডাউনের সময় লেনদেন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই মূলত হাতে থাকা শেয়ার বিক্রির চাপ বেড়ে যায়। পরে বিএসইসির পক্ষ থেকে কয়েক দফা বলা হয়, ব্যাংক চালু থাকলে পুঁজিবাজারও খোলা থাকবে।

পূর্ববর্তী নিবন্ধহেফাজতকে প্রতিরোধের কার্যকর আইন আছে : আইনমন্ত্রী
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মফিজ খুনের ঘটনায় মামলা