লকডাউনে বাঁশখালীতে ২ দিনে ৩৯ মামলা

উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ এপ্রিল, ২০২১ at ৭:১২ অপরাহ্ণ

সারাদেশের মতো চট্টগ্রামের বাঁশখালীতে লকডাউন কার্যকর করতে বাঁশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
লকডাউনের প্রথম দিনে গতকাল বুধবার (১৪ এপ্রিল) ১৮টি মামলা দায়ের করে ২ হাজার ২শ’ টাকা, দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ২১টি মামলা দায়ের করে ২ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় বাঁশখালীতে লকডাউন কার্যকর ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও মাস্ক বিতরণ করা হয়।
সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন- ২০১৮ এর আওতায় দুই দিনে ৩৯টি মামলা দায়ের এবং ৪ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান চৌধুরী বলেন, “সাধারণ জনগণকে সচেতন করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর আওতায় বাঁশখালীর প্রধান সড়কের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে ৯ ব্যবসায়ীকে জরিমানা
পরবর্তী নিবন্ধহালদা নদীতে ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস, ঘেরা জাল জব্দ