কোভিড মোকাবেলায় জারি থাকা লকডাউনের বিধি ভঙ্গ করে একাধিক পার্টি করার কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং চ্যান্সেলর রিশি সুনাককে জরিমানা করছে পুলিশ। মেট্রোপলিটন পুলিশ এরই মধ্যে নির্ধারিত জরিমানার নোটিশ দেওয়া হবে জানিয়ে দুইজনকেই বার্তা পাঠিয়েছে বলে নিশ্চিত করেছে ১০ ডাউনিং স্ট্রিট। লেবার নেতা কির স্টারমার এই দুই রাজনীতিবিদকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। খবর বিডিনিউজের।
বিবিসি জানায়, মেট্টোপলিটন পুলিশ হোয়াইট হল এবং ডাউনিং স্ট্রিটে লকডাউনের নিয়ম ভঙ্গ করে ১২ টি জমায়েতের অভিযোগ তদন্ত করে দেখছে। এ পর্যন্ত ৫০ জনকে জরিমানা করা হয়েছে। যাদেরকে জরিমানা করা হয়েছে, পুলিশ তাদের নাম জানায়নি। তবে তাদের মধ্যে প্রধানমন্ত্রী জনসন এবং সুনাক থেকে থাকলে তাদের নাম প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিট এর মুখপাত্র বলেছেন, কোন পার্টি আয়োজনের জন্য জরিমানা করা হচ্ছে সেটি তাদেরকে জানানো হয়নি। তবে লেবার নেতা কির স্টারমার বলেছেন, এতে দেখা যাচ্ছে, কনজারভেটিভরা শাসন পরিচালনায় একেবারেই উপযুক্ত না। যুক্তরাজ্যের এর চেয়ে আরও ভালোটাই দরকার।