লকডাউনে টিসিবির পণ্য বিক্রি ।। দেখা মেলেনি ক্রেতার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ এপ্রিল, ২০২১ at ৬:৫৭ পূর্বাহ্ণ

কঠোর লকডাউনের মধ্যেও চালু রয়েছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে অধিকাংশ ট্রাকই ছিল ক্রেতা শূন্য। লকডাউনে মানুষ যাতে ঘর থেকে বের হতে না পারে সেজন্য প্রশাসন গত দুদিন কঠোর কড়াকড়ি আরোপ করেছে। এ কারণেই নগরীর বেশ কয়েকটি এলাকায় টিসিবির গাড়ির ট্রাকে তেমন ক্রেতা দেখা যায়নি বলে দাবি সংশ্লিষ্টদের। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে টাইগারপাস মোড়ে গিয়ে দেখা যায়, পণ্য নিয়ে টিসিবির ট্রাক ঘণ্টার পর ঘণ্টা অবস্থান করলেও কোনো ক্রেতা ছিল না। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ১৪ এপ্রিল থেকে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করে। লকডাউনে জরুরি সেবা ও কাঁচা সবজি এবং ওষুধের গাড়ি ছাড়া অন্যান্য গাড়ি চলাচল বন্ধ রয়েছে। তবে সাধারণ মানুষ যাতে দুর্ভোগে না পড়ে সেজন্য নগরীতে টিসিবির ট্রাকে পণ্য বিক্রি অব্যাহত রাখা হয়েছে। রমজানকে সামনে রেখে সরকার প্রতি বছরের মতো এবছরও সাধারণ মানুষের জন্য ন্যায্যমূল্যে ছোলা, খেজুর, চিনি, মশুর ডাল, তেল ও পেঁয়াজ বিক্রি শুরু করেছে। টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক প্রধান জামাল উদ্দিন আহমেদ আজাদীকে জানান, প্রতিদিন নগরীতে ৩০টি ট্রাকে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিক্রি হচ্ছে। প্রতিটি ট্রাকে ১০ কার্টনে ১০০ কেজি খেজুর দেয়া হচ্ছে। প্রতি ট্রাকে প্রতিদিন ৫০০ কেজি চিনি, ৫০০ কেজি মশুর ডাল, ১২শ’ লিটার বোতলজাত সয়াবিন, ৫০০ কেজি পেঁয়াজ, ৬০০ কেজি ছোলা দেওয়া হয়েছে।
একজন ভোক্তা ৫৫ টাকা দরে ২ কেজি ছোলা, ৮০ টাকা দরে ১ কেজি খেজুর, ৫৫ টাকা দরে ২-৩ কেজি চিনি, ৫৫ টাকা দরে ২ কেজি মশুর ডাল, ২০ টাকা দরে ৪-৫ কেজি পেঁয়াজ, ১০০ টাকা দরে ২-৪ লিটার সয়াবিন কিনতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধ১শ টাকায় ১ মণ টমেটো
পরবর্তী নিবন্ধশঙ্খে রেলসেতুতে ইস্পাতের গার্ডার বসানো শুরু