আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে এক সপ্তাহের কঠোর লকডাউন। এই ঘোষণায় নগরীর হাটে-বাজারে হুমড়ি খেয়ে পড়েছে মানুষ। প্রয়োজনীয় বাজার করার জন্য মানুষ ভিড় করেছেন। বিভিন্ন মুদি দোকানের পাশাপাশি কাঁচাবাজারেও দেখা গেছে প্রচণ্ড ভিড়। এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হলেও পরিস্থিতি বিবেচনায় পরে আবারো সিদ্ধান্ত নেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। ইতোপূর্বে লকডাউনে ঢিলেঢালা ভাব ছিল। এবার পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীকে রাস্তায় নামানো হচ্ছে। ফলে কাল থেকে শুরু হওয়া লকডাউন কঠোর হবে বলে মানুষের ধারণা। তাই অন্তত পনের দিনের বাজার করে ঘরে রাখার জন্য অনেকে বাজারে ভিড় করেছেন। কেউ কেউ পুরো মাসের প্রয়োজনীয় নানা পণ্য কিনেছেন।
গতকাল সকালে রিয়াজুদ্দিন বাজার, চৌমুহনী কর্ণফুলী মার্কেট, ঝাউতলা কাঁচাবাজার এবং কাজির দেউড়ি বাজারে বিপুল সংখ্যক মানুষকে পুরো মাসের পণ্য কিনতে দেখা গেছে। বিশেষ করে চাল, ডাল, পেঁয়াজ, আলুসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি টিস্যু থেকে শুরু দিয়াশলাই পর্যন্ত নানা পণ্য কেনার ধুম পড়ে। প্রতিটি দোকানেই ভিড় দেখা গেছে। মাছ-মাংসের দোকানের পাশাপাশি সবজির বাজারেও ভিড় ছিল।
ক্রেতাদের অভিযোগ, এই সুযোগে দোকানিরা নানাভাবে দাম বাড়িয়ে দিয়েছেন। বাজারে সত্তর-আশি টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছিল না। আলু-পেঁয়াজের দামও বাড়িয়ে দেওয়া হয়েছে। বেড়ে গেছে চাল, ডাল ও আটার দামও। ভোজ্যতেলের বাজার তো আগে থেকেই অস্থির। দুধ, চিনি, চা পাতাসহ নানা পণ্যের বেশ বিকিকিনি চলেছে।
কর্ণফুলী বাজারের ব্যবসায়ী হারুনুর রশিদ আজাদীকে জানান, বাজারে প্রচুর মানুষ এসেছে। নিজেদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনে নিয়ে যাচ্ছে।
রিয়াজুদ্দীন বাজারের মাংস ব্যবসায়ী গোলাম হোসেন বলেন, লকডাউনের প্রস্তুতি হিসেবে মানুষ প্রচুর মাছ, মাংস কিনে নিয়ে যাচ্ছে। তিনি জানান, মাংসের দাম বাড়েনি। সাড়ে ৬শ থেকে ৭শ টাকা দরে গরুর মাংস বিক্রি হচ্ছে।
মুরগির দোকানেও ছিল ভিড়। ঝাউতলা বাজারের একজন মুরগি ব্যবসায়ী বলেন, স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণের বেশি মুরগি বিক্রি হয়েছে। তবে দাম বাড়েনি।
ক্রেতাদের অভিযোগ, বাজারে বিপুল সংখ্যক ক্রেতার উপস্থিতিতে প্রতিটি পণ্য বাড়তি দামে বিক্রি হয়েছে। ঝাউতলা বাজারের ক্রেতা নজরুল ইসলাম বলেন, মাছ, মুরগি ও গরুর মাংসের দাম বাড়তি নেওয়া হয়েছে। বাড়িয়ে দেওয়া হয়েছে সব ধরনের সবজির দাম। চাল-তেলের দাম আগেই বাড়ানো হয়েছে। আটা-ময়দার দামও বাড়তি।