লকডাউন চলাকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) জরুরি সেবা কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছেন মেয়র রেজাউল করিম চৌধুরী। গতকাল বৃহস্পতিবার চসিকের ক্রাশ প্রোগ্রামের অংশ হিসেবে পাঁচলাইশের সামাদপুরখাল ও লালখালে পরিচ্ছন্ন কার্যক্রম চলাকালে তিনি একথা বলেন। মেয়র বলেন, নগরীর যেসব অংশে বর্ষায় জলজট সৃষ্টি হয়, সেখানকার নালা-নর্দমা-খালের পানিপ্রবাহ যদি বাধামুক্ত করা যায়, তাহলে জলাবদ্ধতা সমস্যা প্রকট হবে না। তিনি লকডাউনে সরকারি নির্দেশনা মেনে চলতে সবাইকে আহ্বান জানান। চসিকের নির্বাহী প্রকৌশলী আবু সিদ্দিক, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী, প্রণব শর্মা ও নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।