লংগার ভার্সন ক্রিকেটে অভ্যস্ত হয়ে উঠছে নারীরা দিলারার সেঞ্চুরির পর জান্নাতুল-শারমিনের ফিফটি

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৭ ডিসেম্বর, ২০২৪ at ৭:৩৩ পূর্বাহ্ণ

ধীরে ধীরে লংগার ভার্স ক্রিকেটে দারুণ খেলতে শিখছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। প্রথম রাউন্ডে নিগার সোলতানা জ্যোতি ছাড়াও সেঞ্চুরি করেছিলেন আরেক নারী ক্রিকেটার। দ্বিতীয় রাউন্ডে এবার সেঞ্চুরি করলেন দিলারা। দারুণ কীর্তিতে নিগার সুলতানা ও ফারজানা হকের সঙ্গী হলেন দিলারা আক্তার। মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগে সেঞ্চুরির দেখা পেলেন তরুণ ওপেনার। সঙ্গে জান্নাতুল ফেরদৌস, শারমিন আক্তারের পঞ্চাশছোঁয়া ইনিংসে বড় সংগ্রহের পথে ইস্ট জোন। একই দিন অন্য ম্যাচে নর্থ জোনকে ২৩৮ রানে গুটিয়ে দিয়েছে সাউথ জোন। পরে তারা হারিয়েছে ২ উইকেট। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে প্রথম দিনে ১০০ ওভারে ইস্ট জোনের সংগ্রহ ৮ উইকেটে ৩১৬ রান।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই শম্পা আক্তারের উইকেট হারায় ইস্ট জোন। দ্বিতীয় উইকেট জুটিতে দারুণভাবে চাপ সামাল দেন দিলারা আক্তার ও জান্নাতুল ফেরদৌস। দুজন মিলে যোগ করেন ১৫৪ রান। তিন অঙ্ক ছোঁয়ার একটু পরই নাহিদা আক্তারের বলে এলবিডব্লিউ হয়ে ড্রেসিং রুমের পথ ধরেন দিলারা। ১১ চার ও ২ ছক্কায় ১৩১ বলে ১০২ রান করেন তরুণ ব্যাটার। জান্নাতুলের ব্যাট থেকে আসে ১০ চারে ১৭০ বলে ৬৫ রান। চার নম্বরে নেমে ১০ চারে ৯৪ বলে ৬২ রানের ইনিংস খেলেন শারমিন। সেন্ট্রাল জোনের হয়ে ৩ উইকেট নেন নাহিদা আক্তার। লতা মণ্ডলের শিকার ২টি। অপর ম্যাচে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি মাঠে ২৩৮ রানে গুটিয়ে গেছে নর্থ জোন। জবাবে ১৮ ওভারে সাউথ জোনের সংগ্রহ ২ উইকেটে ৫১ রান। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় নর্থ জোন। চতুর্থ উইকেটে ইনিংসের সর্বোচ্চ ৬০ রানের জুটি গড়েন মিষ্টি সাহা ও সোবহানা মোস্তারি। ৬ চার ও ২ ছক্কায় ৭৬ বলে দলের সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন মিষ্টি। সোবহানার ব্যাট থেকে আসে ৩১ রান। পরে রিতু মনি, মারুফা আক্তার, লাবনী আক্তারদের ছোট ছোট ইনিংসে দুইশ পেরিয়ে যায় নর্থ জোন।

পূর্ববর্তী নিবন্ধঅসি ওপেনার কনস্টাসের কোচ একজন বাংলাদেশি
পরবর্তী নিবন্ধআইনজীবী সমিতির ফুটবল টুর্নামেন্টে মিনিবার ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন