লংগদুতে বজ্রপাতে নারীসহ নিহত ৪

এদের তিনজন মারা গেছেন চলন্ত বোটে

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ১৬ জুন, ২০২৪ at ৯:০৬ পূর্বাহ্ণ

রাঙামাটির লংগদু উপজেলায় পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় এক নারীসহ চারজন প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে এসব ঘটনা ঘটে। এদের মধ্যে তিনজন মারা যান কাপ্তাই হ্রদে একটি চলন্ত বোটে। তারা হলেনবাচ্চু মিয়া (৩০), জিয়াউল হক (৪০) এবং ওবায়দুল (৩০)। তারা সকলেই ভাসান্যদম ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় আক্কাস (৩৫) নামের অপর একজন কাপ্তাই হ্রদের পানিতে ডুবে নিখোঁজ রয়েছেন। অন্যদিকে উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলা এলাকায় প্রায় একই সময়ে বজ্রপাতে প্রাণ হারান স্থানীয় ইব্রাহিমের স্ত্রী রীনা বেগম (৩৬)। স্থানীয় সূত্রে জানা গেছে, লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলায় গতকাল বিকেলে রীনা বেগম বজ্রপাতে মারা যান। প্রায় একই সময়ে উপজেলার মাইনীমুখ বাজার থেকে ইঞ্জিনচালিত বোটযোগে মিনাবাজার যাওয়ার পথে বজ্রপাতে তিনজন নিহত হন। এ ঘটনায় বজ্রপাতে বোট থেকে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে একজন নিখোঁজের ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে রোববার অভিযান চালানো হবে।

আটারকছড়া ইউনিয়ন পরিষদের সচিব আল আমিন বলেন, আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলার বাসিন্দা ইব্রাহিমের স্ত্রী রিনা বেগম বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। ভাসান্যদম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হযরত আলী বলেন, মাইনীমুখ থেকে মিনা বাজার যাওয়ার পথে বজ্রপাতে তিনজন নিহত হন এবং একজন পানিতে ডুবে নিখোঁজ রয়েছেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, উপজেলায় বজ্রপাতের ঘটনায় চারজন নিহত হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
পরবর্তী নিবন্ধখোকন, আলাল, দুলু বিএনপির উপদেষ্টামণ্ডলীতে