রাঙামাটির লংগদু উপজেলার নাজিমটিলা এলাকার এক আম বাগান থেকে গত শনিবার রাতে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করে লংগদু থানা পুলিশ। পরে জানা যায়, লাশটি চারদিন আগে নিখোঁজ গৃহবধূ জোবেদা খাতুন আকলিমার (২৫)। নিহত আকলিমা উপজেলার পশ্চিম ভাইট্টাপাড়ার আব্দুল জব্বারের মেয়ে। তার দুটি সন্তান রয়েছে। স্বামী সুরুজ আলী বছর খানেক আগে অন্যত্র বিয়ে করেছেন।
নিহত আকলিমার বাবা আব্দুল জব্বার জানিয়েছেন, গত বুধবার সকালে আকলিমা বাড়ি থেকে মামা বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়। পরে আর ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না মিলায় শনিবার সকালে লংগদু থানায় সাধারণ ডায়েরি করা হয়। শনিবার বিকালে স্বজনরা আবারও আকলিমাকে খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পাশের গ্রামের এক পরিত্যক্ত আম বাগানে আকলিমার অর্ধগলিত মৃতদেহ খুঁজে পান তারা।












