রাঙামাটির লংগদুতে ধর্ষণের অভিযোগে মো. মানিক মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে লংগদু থানা পুলিশ। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ নূর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লংগদু পুলিশ সূত্রে জানা গেছে, ভিকটিমের বাবা বুধবার রাতে তার মেয়েকে ধষর্ণের অভিযোগ এনে গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন। বুধবার রাতে লংগদু থানা পুলিশ অভিযান চালিয়ে লংগদুর আটারকছাড়া ইউনিয়নের ভাঙ্গামোড়া এলাকা থেকে অভিযুক্ত যুবক মো. মানিক মিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া যুবকের বাড়ি উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ির জামতলা এলাকায়।












