লংগদুতে ট্রলি উল্টে চালক নিহত

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ জুলাই, ২০২৩ at ৭:১৫ পূর্বাহ্ণ

রাঙামাটির লংগদুতে (ছয় চাক্কার গাড়ি) ট্রলি উল্টে হাবিব আলম (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে লংগদু উপজেলার বাগাচতর ইউনিয়নের মারিশ্যাচর এলাকায় টিলা জমির নিচ থেকে উপরে দিকে উঠতে গিয়ে গাড়ির চাকা পিচলে গিয়ে গাড়িটি উল্টে যাওয়ার সময় চালক হাবিব আলম গাড়ি থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। এসময় আশপাশে থাকা লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ইবনেসিনা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

ইবনেসিনা হাসাপাতালের নিয়মিত ডাক্তার মানসুরুর রহমান জানান, আহত রোগীকে আমরা পরীক্ষানিরীক্ষা করে দেখে নিশ্চিত হই যে হাসপাতালে নিয়ে আসার আগেই পথে রোগীর মৃত্যু হয়। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দীন ঘটনা নিশ্চিত করেছেন। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধইউএসটিসিতে ফ্রেশারস রিসিপশন
পরবর্তী নিবন্ধরাউজানে পানিতে পড়ে অসুস্থ হওয়া যুবকের মৃত্যু