লংকা সফরে টিম লিডার খালেদ মাহমুদ সুজন

| বুধবার , ৭ এপ্রিল, ২০২১ at ১২:১৯ অপরাহ্ণ

সদ্যসমাপ্ত নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের টিম লিডার হয়ে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এবার আসন্ন শ্রীলংকা সফরে এই দায়িত্ব দেখা যাবে খালেদ মাহমুদ সুজনকে। শ্রীলংকা সিরিজ নিয়ে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটি, গেম ডেভেলপমেন্ট, হাই পারফর্ম্যান্স ও নির্বাচকমন্ডলীর এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত গৃহীত হয় যে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে এই সিরিজে টিম লিডার করে পাঠানো হচ্ছে। দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত খালেদ মাহমুদ সুজন। সভা শেষে তিনি নিজেই সংবাদমাধ্যমকে একথা জানান। খালেদ মাহমুদ বলেন, ‘অনুভূতির তো কিছু নাই। দায়িত্ব আবার একটা। এর আগে জালাল ভাই গিয়েছিলেন। বোর্ড হয়তোবা ঘুরে ফিরে সবাইকে দিচ্ছে। বোর্ডের যেহেতু আস্থার জায়গা আছে আমাদের ওপরে। সেটা জালাল ভাই যাক আর আমি যাই বা আকরাম ভাই যাক।
সাদা পোশাকের ক্রিকেটে টানা হারে বিপর্যস্ত বাংলাদেশ। এই ফরম্যাটে দৈন্য দশা কাটিয়ে উঠতে আসন্ন লংকা সিরিজকে তাই খুবই গুরুত্বপূর্ণ বলে অভিহিত করলেন খালেদ মাহমুদ। খুবই গুরুত্বপূর্ণ একটি সিরিজ সামনে। আর শ্রীলংকার বিপক্ষে টেস্ট খুবই গুরুত্বপূর্ণ মনে হয় আমার কাছে। যদিও আমরা টেস্টে পিছিয়ে আছি।

পূর্ববর্তী নিবন্ধশক্তিশালী দল নিয়ে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধবাংলাদেশ গেমসে পদকশূন্য আর্চারির রোমান সানা