লংকান প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা এশিয়া কাপে কাজে লাগাতে চান হৃদয়

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১০ আগস্ট, ২০২৩ at ৫:২০ পূর্বাহ্ণ

প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়েই সবার নজর কেড়েছেন তাওহীদ হৃদয়। লঙ্কান প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি। ৬ ম্যাচে ১৩৫.৯৬ স্ট্রাইক রেট ও ৩৮.৭৫ গড়ে ১৫৫ রান করেছেন হৃদয়। একটি ম্যাচে করেছেন হাফ সেঞ্চুরি। ৮ আগস্ট পর্যন্ত এই টুর্নামেন্টের জন্য অনাপত্তিপত্র নিয়েছিলেন হৃদয়। জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে গতকাল বুধবার দুপুরে দেশে ফিরেছেন তিনি। লঙ্কান প্রিমিয়ার লিগে এই তরুণ ব্যাটার মুখোমুখি হয়েছিলেন জাতীয় দলের সতীর্থ সাকিব আল হাসানের। সেই ম্যাচের অভিজ্ঞতার কথাও শুনিয়েছেন হৃদয়। তিনি বলেন যখন ব্যাটিং করছিলাম, তখন দলের রানের দরকার ছিল। সামনে সাকিব ভাই আছে বা আরও বড় কেউ আছে এরকম কখনোই আমার মাথায় কাজ করে না। আমি সবসময় নিজের শক্তিতে থাকার চেষ্টা করি।

সাকিবের সঙ্গে আলাদা করে কোনো কথা হয়েছে কি না জানতে চাইলে হৃদয় বলেন ম্যাচ ভালো ছিল সাকিব ভাইয়ের সঙ্গে। ওরকম কিছু বলেনি। সাকিব ভাই ম্যাচ শেষে বলেছেন ভালো ব্যাটিং হয়েছে। এর থেকে বেশি কোনো কথা হয়নি খেলা নিয়ে। হৃদয়ের দলে খেলেছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ডেভিড মিলার। তার সঙ্গে ব্যাটিংও করেছেন হৃদয়। মিলারের কাছ থেকে শিখেছেন বলে জানিয়েছেন তিনি। মিলার আমার প্রশংসা করেছেন। ম্যাচ শেষে মিলার আমার সঙ্গে অনেক্ষণ কথাও বলেছে ব্যাটিং নিয়ে। আমার কাছে শুনেছে কীভাবে কী করি। লংকান প্রিমিয়ার লিগের খেলা গুলো ছিল ২০ ওভারের। কিন্তু এবার খেলতে হবে ৫০ ওভারের এশিয়া কাপ। আর সে এশিয়া কাপের জণ্য নিজেকে প্রস্তুত রেখেছেন বলে জানালেন হৃদয়। এলপিএল ২০ ওভারের হলেও সেখানে অনেক অনুশীলন হয়েছে। যা আমার ফিটনেস ধরে রাখতে সহায়তা করবে। তবে এলপিএল পর্ব শেষ। এখন সামনের এশিয়া কাপে কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে ভাবছেন বলে জানালেন হৃদয়।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপে বাংলাদেশের তিন ম্যাচের সূচি পরিবর্তিত
পরবর্তী নিবন্ধনিজেদের সক্ষমতার জানান দিতে টুর্নামেন্ট আয়োজন করতে চায়