র‌্যাবের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ দিল সরকার

| শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫৭ পূর্বাহ্ণ

র‌্যবের সাবেক-বর্তমান কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সম্পর্কোন্নয়নে একটি লবিস্ট সংস্থাকে নিয়োগ করেছে বাংলাদেশ সরকার। যুক্তরাষ্ট্রের নেলসন মুলিন্সকে এই দায়িত্ব দেওয়ার কথা গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। খবর বিডিনিউজের। তিনি সাংবাদিকদের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘটনাপ্রবাহে আমরা ১০ ডিসেম্বর থেকে যে কাজ করে যাচ্ছি, আপনাদের সাথে প্রতিনিয়ত সেগুলো নিয়ে কথা হয়, সরকারের সাথে সরকারের সম্পর্ক মেনটেইন করার জন্য আমরা নেলসন মুলিন্স নামক একটি সংস্থাকে নিয়োগ দিয়েছি, অতি সম্প্রতি। এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও গভীর এবং বেগবান করতে সহায়তা করবে বলে আমরা আশা করি, সামনের দিনে।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গত ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র ‘গুরুতর’ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমদসহ বাহিনীর সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে নির্মাণাধীন ঘরের দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধপড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রয়োজন রয়েছে