র‌্যাপ করে নজর কাড়লেন ভুবন বাদ্যকর

| রবিবার , ২৯ মে, ২০২২ at ৮:৩৪ পূর্বাহ্ণ

‘কাঁচা বাদাম’ শিরোনামের গান গেয়ে তারকা খ্যাতি পান ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। এরপর থেকে একের পর এক গানে হাজির হয়ে চমক দিয়েছেন তিনি। এবার র‌্যাপ গানে নজর কাড়লেন সেই ভুবন বাদ্যকর। জনপ্রিয় ইউটিউবার কেশব দের ‘হবে নাকি বৌ?’ শিরোনামের র‌্যাপ গানে হাজির হয়েছেন ভুবন বাদ্যকর। শুধু তাই নয় এই গানে নিজের বউ আদুরীকেও হাজির করেছেন তিনি। খবর বাংলানিউজের।
টাইমস মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিক গানের ভিডিওতে দেখা যায়, লাল ধুতি আর সাদা পাঞ্জাবির ওপর ব্লেজার পরে মেয়েদের সঙ্গে নাচছেন তিনি। এক পর্যায়ে সবার সঙ্গে নিজের স্ত্রীকে নিয়েও নাচতে দেখা যায় তাকে। ‘হবে নাকি বৌ?’ গানের লিখেছেন বাদল পাল। এতে আরো দেখা যায় কলকাতার অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়কে।

পূর্ববর্তী নিবন্ধপ্রসঙ্গ : অর্থঋণ আদালত
পরবর্তী নিবন্ধসাব্বির-সম্পার নতুন গান ‘হারমোনি বাজাও’