র‌্যাঙ্কিংয়ে ৮ ধাপ উন্নতি হয়েছে সাকিবের

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৫৭ পূর্বাহ্ণ

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল হারলেও বল হাতে নিজের কাজটা ঠিকঠাকই করেছেন সাকিব আল হাসান। যার প্রভাব পড়েছে আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে। দারুণ বোলিং উপহার দিয়ে তালিকায় ৮ ধাপ এগিয়েছেন তিনি। বোলারদের মধ্যে সাকিবের অবস্থান ১৯তম। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে সাকিব ৪ ওভার বল করে ১৩ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। কোনো বাউন্ডারি হজম করেননি তিনি। ডট বল দেন ১২টি। এই সংস্করণের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের শেখ মেহেদি হাসান। ১৬ নম্বরে আছেন। নাসুম আহমেদ দুই ধাপ পিছিয়ে এখন ২২তম স্থানে। মোস্তাফিজুর রহমান আগের মতোই ৩১ নম্বরে। টি-টোয়েন্টিতে বোলারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড। দুই নম্বরে দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি। রশিদ খান দুই ধাপ এগিয়ে এখন তিন নম্বরে। সেরা দশে ঢুকেছেন মুজিব উর রহমান। তিনি এখন নবম স্থানে। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা অবস্থান মাহমুদউল্লাহর। আফগানিস্তানের বিপক্ষে ২৭ বলে ২৫ রান করে তিনি দুই ধাপ এগিয়ে আছেন ৩৮তম স্থানে।

পূর্ববর্তী নিবন্ধঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ কল্লোল সংঘের দ্বিতীয় জয়
পরবর্তী নিবন্ধবিশ্বকাপে বেগুনি জার্সি পরবেন লিওনেল মেসিরা