র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছে সাকিব উন্নতি খালেদের

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৩০ জুন, ২০২২ at ১১:২৮ পূর্বাহ্ণ

সেন্ট লুসিয়া টেস্টে দল হারলেও বেশ ভালই বোলিং করেছেন খালেদ। আর তার প্রভাব পড়েছে র‌্যাংকিংয়ে। টেস্ট বোলারদের তালিকায় এগিয়েছেন এই পেসার। আহামরি কিছু করতে না পারলেও ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহানের। তবে ব্যাট-বলে একদম নিষ্প্রভ থাকায় অলরাউন্ডারদের তালিকায় অবনতি হয়েছে সাকিব আল হাসানের। ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১০৬ রান দিয়ে নেন ইনিংসে পাঁচ উইকেট।

আইসিসি বুধবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ৯ ধাপ এগিয়ে খালেদ এখন ৮৮তম স্থানে। তিন উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ এক ধাপ এগিয়ে আছেন ৩০তম স্থানে। সাকিব এক ধাপ পিছিয়ে ২৯ নম্বরে। বোলারদের র‌্যাঙ্কিংয়ের বাংলাদেশের সেরা অবস্থান তাইজুল ইসলামের। তিনি আছেন ২৭তম স্থানে ।

ম্যাচে দুই ইনিংসে ২৬ ও ৪২ রান করেন শান্ত। ব্যাটসম্যানদের তালিকায় ১১ ধাপ এগিয়ে বাঁহাতি এই ব্যাটসম্যানের অবস্থান ৮৮তম। সোহানের অগ্রগতি ১৪ ধাপ। আছেন ৮৪ নম্বরে। ব্যাটিংয়ে বাংলাদেশের সেরা অবস্থান আগের মতোই লিটন দাসের। যদিও এক ধাপ নিচে নেমে তিনি এখন ত্রয়োদশ স্থানে।

এই সফর থেকে ছুটি পাওয়া মুশফিকুর রহিম এক ধাপ নেমে আছেন ১৮ নম্বরে। তামিম ইকবাল এক ধাপ নিচে নেমে ৩৮তম স্থানে আছেন । সাকিবের অবনতি ৬ ধাপ। আছেন তামিমের পরেই। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে ১৮ রেটিং পয়েন্ট হারিয়ে সাকিব এখন তিনে। আগের মতোই শীর্ষে রবীন্দ্র জাদেজা। দুইয়ে উঠে গেছেন রবিচন্দ্রন অশ্বিন। বোলারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।

পূর্ববর্তী নিবন্ধজুডো বেল্ট ও ড্যান গ্রেডিং পরীক্ষায় অংশ নিতে ঢাকা গেল চট্টগ্রাম দল
পরবর্তী নিবন্ধসেমিফাইনালে শিকলবাহা একাডেমি এবং কে এম স্পোর্টিং ক্লাব