ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে ব্যাট হাতে ভালো করার ছাপ পড়েছে তামিম ইকবাল ও লিটন দাসের র্যাঙ্কিংয়ে। আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় ২ ধাপ করে এগিয়েছেন বাংলাদেশের দুই ব্যাটসম্যানই। দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলা তামিম তৃতীয় ও শেষ ম্যাচে করেন ৩৪।
আইসিসির বুধবার প্রকাশিত সাপ্তাহিক র্যাঙ্কিংয়ের হালনাগাদে বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের অবস্থান ১৭তম। ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তালিকায় এখন সবার ওপরে তামিম। গত সপ্তাহের হালনাগাদে সবার ওপরে ছিলেন মুশফিকুর রহিম। হজ পালনের জন্য এই সিরিজ থেকে ছুটি নেওয়া অভিজ্ঞ এই ব্যাটসম্যান ১৬ থেকে নেমে যৌথভাবে গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে আছেন ১৮তম স্থানে।
ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করা তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লিটন করেন অপরাজিত ৩২ রান। তৃতীয় ওয়ানডেতে উপহার দেন তিনি ঠিক ৫০ রানের ইনিংস। এই পারফরম্যান্সে ব্যাটসম্যানদের তালিকায় ৩০ নম্বরে আছেন তিনি। তার উপরের অবস্থান সাকিব আল হাসানের। দ্বিতীয় ম্যাচে ৪ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই আছেন ৬ নম্বরে। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনি এখন সবার ওপরে। সেরা দশে নেই আর কেউ। সাকিব আছেন প্যাট কামিন্সের সঙ্গে যৌথভাবে ১২তম স্থানে, মোস্তাফিজুর রহমান ত্রয়োদশ স্থানে।
শেষ দুই ম্যাচে দুইটি করে উইকেট নেওয়া নাসুম আহমেদ এখনও ঢুকতে পারেননি সেরা একশতে। এই সিরিজ দিয়েই বাঁহাতি এই স্পিনারের ওয়ানডে অভিষেক হয়। গত শনিবার গায়ানায় শেষ ওয়ানডেতে প্রথমবার ৫ উইকেটের স্বাদ পান তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনার বোলারদের র্যাঙ্কিংয়ে জেফ্রি ভ্যান্ডারসের সঙ্গে যৌথভাবে আছেন ৮১তম স্থানে। অলরাউন্ডারদের মধ্যে যথারীতি শীর্ষে সাকিব। ৭ নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ।