ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন মেহেদি হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান। আইসিসির ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে প্রথমবারের মতো শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি অফ স্পিনার। বাঁহাতি পেসার মোস্তাফিজ ফিরেছেন সেরা দশে। ক্যারিবিয়ানদের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে ৭ উইকেট নেন মিরাজ। দ্বিতীয় ওয়ানডেতে ৪ উইকেট নিয়ে হন ম্যাচ সেরা। ৯ ধাপ এগিয়ে তিনি এখন র্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা চারে। তিন ম্যাচে মোস্তাফিজ নেন ৬ উইকেট। তিনি এগিয়েছেন ১১ ধাপ। এখন আছেন আট নম্বরে। ২০১৮ সালের ডিসেম্বরে পাঁচে উঠেছিলেন এই পেসার। বোলারদের র্যাংকিংয়ে ১৫ ধাপ এগিয়ে এখন ১৩ নম্বরে সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিরিজে ক্যারিবিয়ানদের বিপক্ষে নিয়েছেন ৬ উইকেট। মোহাম্মদ সাইফউদ্দিন এক ম্যাচে ৩ উইকেট নিয়ে উঠেছেন ৩ ধাপ ওপরে। এখন আছেন ৪৩তম স্থানে। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ এগিয়েছেন ১১ ধাপ। এখন ৩৪তম স্থানে তিনি।
আগের মতোই র্যাংকিংয়ের শীর্ষ তিন বোলার যথাক্রমে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, আফগানিস্তানের মুজিব-উর-রহমান ও ভারতের জাসপ্রিত বুমরাহ। ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষ দশে আসেনি কোনো পরিবর্তন। এক ধাপ করে উন্নতি হয়েছে মুশফিকুর রহিম ও তামিম ইকবালের। মাহমুদউল্লাহ এগিয়েছেন ৫ ধাপ। তামিম এখন ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ২২তম। মুশফিক ও মাহমুদউল্লাহ আছেন যথাক্রমে ১৫ ও ৪৯তম স্থানে। অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষ পাঁচে নেই কোনো পরিবর্তন। আগের মতোই সবার উপরে সাকিব। এরপর যথাক্রমে মোহাম্মদ নবি, ক্রিস ওকস, বেন স্টোকস ও ইমাদ ওয়াসিম।