টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব আল হাসান। বাংলাদেশি এই তারকাকে টপকে সিংহাসনে বসলেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। বুধবার ক্রিকেটারদের হালনাগাদ প্রকাশ করে আইসিসি। যেখানে মূলত সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ মূল্যায়নে ক্রিকেটারদের উন্নতি-অবনতি হয়েছে। এর আগে বিশ্বকাপ চলাকালে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে এই নবীকে হটিয়েই র্যাংকিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছিলেন সাকিব। তবে এবার ফের নবীর কাছেই শীর্ষস্থান হারালেন। শীর্ষস্থানে উঠা নবীর বর্তমান রেটিং পয়েন্ট ২৬৫। দুইয়ে নেমে যাওয়া সাকিবের ২৬০।