র‌্যাংকসের নতুন প্রকল্প এম স্কয়ারের চুক্তি স্বাক্ষর

| সোমবার , ২০ ডিসেম্বর, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

নগরীর জাকির হোসেন মূল সড়কে ১০ কাঠা জমিতে আধুনিক বাণিজ্যিক এবং আবাসিক প্রকল্প বাস্তবায়ন করবে দেশের অন্যতম শীর্ষ ডেভেলপার প্রতিষ্ঠান র‌্যাংকস এফসি প্রোপার্টিস। ১৪ তলা এই প্রকল্প বাস্তবায়নের জন্য সম্প্রতি ভূমি মালিকদের সাথে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন করেছে প্রতিষ্ঠানটি। গত ১৭ ডিসেম্বর বিকেলে নগরীর একটি রেস্তোরাঁয় এই দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়। এ সময় ভূমি মালিকের পক্ষে অ্যাডভোকেট সৈয়দ কুদরাত আলী, ব্যাংকার সৈয়দ তোফায়েল আলী, ডা. নাফিসা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। র‌্যাংকস এফসির পক্ষে উপস্থিত ছিলেন এমডি ফাহিম ফারুক চৌধুরী, সিইও তানভীর শাহরিয়ার রিমন, লিগ্যাল এডভাইসার অ্যাডভোকেট ফয়েজউল্লাহ, বিজনেস ডেভলপমেন্ট নির্বাহী সুদিপ্ত দাশ গুপ্ত। চুক্তি অনুযায়ী এম স্কয়ার নির্মিত হবে অত্যাধুনিক স্থাপত্য নকশায়।
ভূমি মালিক সৈয়দ কুদরত আলী বলেন, আমাদের কাছে বিভিন্ন ডেভলপার প্রতিষ্ঠানের অনেক লোভনীয় প্রস্তাব থাকার পরও আমরা র‌্যাংকসকে আমাদের পার্টনার হিসাবে বেছে নিয়েছি মূলত তাদের কনটেমপরারি ডিজাইন এক্সিলেন্স এবং গুণগত নির্মাণ শৈলীর জন্য। প্রকল্পটির নকশা করবে র‌্যানকন এর অঙ্গ প্রতিষ্ঠান ইনস্পেস আর্কিটেক্ট। ২০২২ সালে সিডিএর অনুমোদন সাপেক্ষে প্রকল্পটির নির্মাণ শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডেভলপার প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভা
পরবর্তী নিবন্ধউত্তর আমিরাবাদ প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ