দ্বিতীয়দিনের মতো চট্টগ্রাম নগরের বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) স্কুল অ্যান্ড কলেজের সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণ বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত স্কুলের সামনে মূল সড়কের দুই পাশ অবরোধ করে এ বিক্ষোভ করে তারা। শিক্ষার্থীদের দাবি, এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে র্যাম্প নির্মাণকাজের ফলে স্কুলের সামনে সবসময় যানজট লেগে থাকে। মূল সড়কের দুই–তৃতীয়াংশ জায়গা দখল হওয়ায় প্রতিদিন ক্লাস শুরুর আগে ও পরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া আমাদের স্কুলের বিপরীত পাশে রয়েছে সিএমপি স্কুল অ্যান্ড কলেজ। তাই স্কুলের সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণ বন্ধ করতে হবে।
শিক্ষার্থীদের সাথে বাওয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদেরও বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে। শিক্ষকরা জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ের শেষ পয়েন্ট হচ্ছে লালখান বাজার। কিন্তু এটি ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের জন্য পেনিনসুলা হোটেল পর্যন্ত নিয়ে আসা হচ্ছে। আর লালখানবাজার থেকে পেনিনসুলা হোটেল পর্যন্ত খুবই স্বল্প দূরত্ব। এত কম দূরত্বে তো দু–দুইটা র্যাম্প দরকার নেই। আর স্কুল ছুটি শেষে বাচ্চারা প্রতিদিন যানজটের কবলে পড়ছে এবং তাদের সময় নষ্ট হচ্ছে।