সমপ্রতি র্যানকন এফসি প্রোপার্টিস নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে তাদের পরিবেশবান্ধব আবাসিক প্রকল্প গ্রিনউড হস্তান্তর করেছে। এ উপলক্ষে প্রকল্পের স্কাই লাউঞ্জে “মিট দি ওনার্স” অনুষ্ঠানের আয়োজন করে আবাসন খাতের এ প্রতিষ্ঠানটি।
ভূমি মালিক হাবিবুর রহমানসহ অন্যান্য অ্যাপার্টমেন্ট মালিকদের সঙ্গে নিয়ে কেক কেটে এবং ডামি কি হস্তান্তরের মাধ্যমে প্রকল্পের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন প্রতিষ্ঠানের সিইও তানভীর শাহরিয়ার রিমন।
প্রকল্পের ভূমি মালিক হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, এই এলাকার মধ্যে অন্যতম সুন্দর এপার্টমেন্ট বিল্ডিং হচ্ছে এই গ্রিনউড। অ্যাপার্টমেন্ট মালিক এ্যাসোসিয়েশনের সেক্রেটারি সাব্বির আহমেদ ওসমানী তার বক্তব্যে বলেন, প্রতিশ্রুতি দিয়ে সেটা রক্ষা করার যে সুনাম র্যানকনের রয়েছে সেটা আবারো প্রমাণিত হলো সুন্দর এই প্রজেক্টটি হস্তান্তরের মাধ্যমে।
প্রতিষ্ঠানের সিইও তানভীর শাহরিয়ার রিমন বলেন, প্রকল্প হস্তান্তরের মাধ্যমে নতুন আরেকটি সম্পর্কের সূচনা হলো আমাদের। দীর্ঘ এই যাত্রায় সবসময় গ্রাহকদের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। এদিন অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের হেড অব কমার্শিয়াল অপারেশন মোঃ আইয়ুব, জিএম কন্সট্রাকশন বিশ্বজিৎ চৌধুরী, স্থপতি শৈবাল রক্ষিত।
এসময় জিএম ফিন্যান্স হানিফ বিল্লাহ, জিএম বিজিনেস ডেভেলপমেন্ট শফিউল আলম জুয়েলসহ প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।