বিশ্বখ্যাত গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান মরিস গ্যারেজের নেক্সট জেনারেশন প্যাসেঞ্জার কার ‘এমজি ফাইভ’ কিংবা সম্পূর্ণ জাপানে নির্মিত মিতসুবিশির ইক্লিপ্স ক্রস সংস্করণটিসহ নানা অত্যাধুনিক গাড়ির প্রদর্শনী চলছে চট্টগ্রামের র্যানকন আর্কেড অটো ফিয়েস্তা ২০২৩–এ। দুদিনব্যাপী চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিইসি মোড়ে শুরু হওয়া এই অটো ফিয়েস্তায় অংশগ্রহণ করেছে মরিস গ্যারেজ, মিতসুবিশি, হোন্ডার মতো বিশ্ব সমাদৃত গাড়ির ব্র্যান্ড। একই সাথে আছে সুজুকি মোটরবাইকসেরও অংশগ্রহণ।
বন্দরনগরী চট্টগ্রামের ক্রেতাদের আধুনিক প্রযুক্তি এবং উন্নত মানের বিক্রয়োত্তর সেবা প্রদান সম্পর্কিত ধারণা দিতেই এমন আয়োজন বলছেন অংশগ্রহণকারী কোম্পানির প্রতিনিধিরা।
ফিয়েস্তায় অংশগ্রহণ করা প্রতিটি কোম্পানিরই রয়েছে আকর্ষণীয় একাধিক পণ্য। ক্রেতাদের জন্য বিশেষ ছাড় এবং উপহারও রাখছেন তারা। একাধিক গাড়ীর মাঝে পছন্দ এবং স্বাচ্ছন্দ্য এ গাড়ী ক্রয় করতে পরিবারের সদস্যদের নিয়ে আসছেন ক্রেতারাও। গতকাল শুক্রবার সকালে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদ্বোধন করা হয় দুই দিনব্যাপী এই অটো ফিয়েস্তার। ফিতা কেটে এর উদ্বোধন করেন দৈনিক আজাদী পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল। এ সময় আরও উপস্থিত ছিলেন র্যাংকস এফসি’র সিইও তানভীর শাহরিয়ার রিমন, এমজি চট্টগ্রামের আঞ্চলিক প্রধান নাভিন আনোয়ার, মার্কেটিং প্রধান ইমতিয়াজ নওশের, মিতসুবিশি মার্কেটিং প্রধান মোহাম্মদ ফাহিম হোসেন, অপারেশন ইনচার্জ আল মামুন সহ র্যানকন গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।