ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রিশাদ হোসেনের রেকর্ড গড়া বোলিংয়ের ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। বোলারদের তালিকায় ৬৫ ধাপ এগিয়েছেন এই লেগ স্পিনার। সঙ্গে ব্যাট হাতে শেষ দিকে ঝড় তুলে অলরাউন্ডারদের তালিকাতেও দিয়েছেন আরও লম্বা লাফ। গতকাল বুধবার ঘোষিত পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ওয়ানডে অলরাউন্ডারদের মধ্যে ৮৭ ধাপ এগিয়েছেন রিশাদ। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে যৌথভাবে ৬৫তম স্থানে আছেন রিশাদ। অলরাউন্ডারদের মধ্যে তার অবস্থান ৩৭তম। বোলার ও অলরাউন্ডার দুই তালিকায়ই বাংলাদেশের সবার ওপরে মেহেদী হাসান মিরাজ। বোলারদের মধ্যে ৬ ধাপ এগিয়ে ১৮ নম্বরে তিনি। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে আছেন চতুর্থ স্থানে। মিরপুরে গত শনিবার ক্যারিবিয়ানদের ৭৪ রানে হারানোর ম্যাচে ৩৫ রানে ৬ উইকেট নেন রিশাদ। বাংলাদেশের প্রথম ডানহাতি স্পিনার হিসেবে গড়েন ওয়ানডেতে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি। স্পিন বোলিংয়ে ৬ উইকেট আগে ছিল না এদেশের কোনো স্পিনারের। ওই ম্যাচেই আট নম্বরে নেমে দুটি ছক্কা ও একটি চারে ১৬ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলেন রিশাদ। একই মাঠে গত মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ৯ নম্বরে নেমে তিনটি করে ছক্কা–চারে খেলেন ১৪ বলে ৩৯ রানের বিস্ফোরক ইনিংস। পরে বল হাতে ফের আলো ছড়ান রিশাদ। ৪২ রান খরচায় নেন তিন উইকেট। ম্যাচটি টাই হলে সুপার ওভারে জিতে সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ওয়ানডেতে ১০ ওভারে স্রেফ ১৬ রান দিয়ে এক উইকেট নেন মিরাজ। দ্বিতীয় ম্যাচে ৩৮ রান খরচ করে পাননি কোনো উইকেট। আর ব্যাট হাতে দুই ম্যাচে করেন যথাক্রমে ১৭ ও অপরাজিত ৩২ রান। ওয়ানডে বোলারদের মধ্যে আগের মতোই সবার ওপরে আফগানিস্তানের রাশিদ খান। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভালো করে ৬ ধাপ এগিয়ে ঠিক ১০ নম্বরে অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড। তার সতীর্থ মিচেল স্টার্কের উন্নতি ৪ ধাপ, আছেন ২১তম স্থানে। আর অলরাউন্ডারদের তালিকায় যথারীতি শীর্ষে আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই। ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে চূড়ায় ভারতের শুবমান গিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫১ ও দ্বিতীয়টিতে ১২ রান করে ব্যাটসম্যানদের তালিকায় ৭ ধাপ এগিয়েছেন তাওহিদ হৃদয়। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে তিনি, আছেন ৩৫ নম্বরে। মিরাজের উন্নতি দুই ধাপ, অবস্থান ৬৩তম। দুই ম্যাচে ৪ ও ৪৫ রান করা সৌম্য সরকার এগিয়েছেন পাঁচ ধাপ। বাংলাদেশ ওপেনার আছেন ৮৬তম স্থানে।