রৌফাবাদ থেকে একাধিক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন  | মঙ্গলবার , ৮ আগস্ট, ২০২৩ at ৬:১৮ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ থানাধীন রৌফাবাদ এলাকা থেকে একাধিক মামলার দীর্ঘদিনের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম মাঈন উদ্দিন আজমীর। তিনি বায়েজিদের রৌফাবাদ এলাকার আজমীর বাড়ির মনির আহমদের ছেলে।

গ্রেপ্তারের পর মাঈন উদ্দিন আজমীরকে বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে বায়েজিদ থানায় চাঁদাবাজি, মারামারি ও চুরিসহ ৫টি মামলা আছে বলে বায়েজিদ থানা পুলিশ জানিয়েছে। গতকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় শোক দিবস পালনে নানা কর্মসূচি
পরবর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে নবীন মেলার মশারি বিতরণ