রোহিতের অবসরে টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে গিল এগিয়ে

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৯ মে, ২০২৫ at ১১:০০ পূর্বাহ্ণ

টেস্ট থেকে রোহিত শর্মার অবসর গ্রহণের পর এখন আলোচনায় ভারতের টেস্ট অধিনায়কত্ব। শোনা যাচ্ছে রোহিতের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে ভারতের আরেক তারকা ব্যাটার শুবমান গিল। ২০ জুন হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। বলা হচ্ছে, সেখান থেকেই নেতৃত্বভার পেতে পারেন তিনি! মূলত পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে জসপ্রীত বুমরার অনুপস্থিতিই গিলের অধিনায়কত্বের ব্যাপারটি প্রায় অনিবার্য করে তুলেছে। অস্ট্রেলিয়া সফরে রোহিতের অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন সহঅধিনায়ক বুমরা। কিন্তু ওয়ার্কলোড ব্যবস্থাপনার বিষয় থাকায় আসন্ন কিছু ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না। তাই নির্বাচকরা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে গিলকে সবার আগে পছন্দের তালিকায় রেখেছেন। তাদের মতে, এখনই একজন তরুণ অধিনায়ক ঠিক করার সময়। তাদের চোখে তাই ২৫ বছর বয়সী গিল দায়িত্ব পালনে উপযুক্ত পছন্দ। গিল অবশ্য আগে কখনও টেস্ট কিংবা ওয়ানডেতে অধিনায়কত্ব করেননি। তবে ২০২৪ সালের মাঝামাঝি জিম্বাবুয়ে সফরে পাঁচটি টিটোয়েন্টিতে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। ওই সফরে প্রথম সারির অনেকেই অনুপস্থিত ছিলেন। তাছাড়া তিনি বর্তমানে সাদা বলের ফরম্যাটে ভারতের সহ অধিনায়ক। মূলত গত আইপিএলে গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে গিলের পারফরম্যান্স ভীষণ প্রশংসিত হয়েছিল। হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সে চলে যাওয়ার পরই নেতৃত্ব গ্রহণ করেন তিনি। সার্বিকভাবে অবশ্য সেবার গুজরাটের পারফরম্যান্স আশাহত করেছিল। তবে চলতি মৌসুমে তারা অন্যতম সেরা দল। ২০২০ সালের ডিসেম্বরে মেলবোর্নে অভিষেকের পর থেকে গিল নিয়মিত টেস্ট দলে আছেন। এখন পর্যন্ত ৩২টি টেস্ট খেলেছেন, ৩৫.০৫ গড়ে সংগ্রহ করেছেন ১ হাজার ৮৯৩ রান। যার মধ্যে রয়েছে ৫টি সেঞ্চুরি ও ৭টি হাফসেঞ্চুরি।

পূর্ববর্তী নিবন্ধইন্টার অভিজ্ঞ হলেও ট্রফি জয়ের প্রবল তাড়না পিএসজিরও
পরবর্তী নিবন্ধকানাডা থেকে ভিডিও বার্তায় সমর্থকদের শুভেচ্ছা জানালেন শামিত