রোহিতের অধিনায়কত্ব বদল চাইলেন গাভাস্কার

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৬ নভেম্বর, ২০২৪ at ১০:৩২ পূর্বাহ্ণ

নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশড হয়ে এমনিতেই টালমাটাল ভারতীয় ক্রিকেট। এর সঙ্গে যোগ হয়েছে অস্ট্রেলিয়া সফরের শুরুর দিকে রোহিত শর্মাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা। এমন গুরুত্বপূর্ণ সফরে অধিনায়ককে নিয়ে টানাপোড়েন দলের জন্য আদর্শ নয় বলেই মনে করেন সুনিল গাভাস্কার। ভারতীয় কিংবদন্তির মতে, অনিশ্চয়তা না রেখে সহঅধিনায়ককেই এই সফরে অধিনায়ক ঘোষণা করা উচিত। অস্ট্রেলিয়ায় বোর্ডারগাভাস্কার ট্রফির দল ঘোষণার পরপরই ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে এই সফরে প্রথম টেস্টে নাও খেলতে পারেন রোহিত। অধিনায়ককে পাওয়া নিয়ে দোলাচল আছে এমনকি পরের টেস্টেও। ব্যাপারটি নিয়ে তখন খুব বেশি আলোচনা হয়নি। তবে নিউজিল্যান্ডের কাছে ভারত হোয়াইটওয়াশড হওয়ার পর এটিই এখন বড় ব্যাপার হয়ে উঠেছে ভারতীয় ক্রিকেটে। কিউইদের বিপক্ষে মুম্বাই টেস্ট শেষে এই প্রশ্নে রোহিত বলেছিলেন এই মুহূর্ত নিশ্চিত নই আমি শুরুতেই যাব কি না। দেখা যাক। ব্যাপারটি সময়ের হাতে ছেড়ে দেওয়াতেই আপত্তি গাভাস্কারের। ভারতের সাবেক অধিনায়ক ইন্ডিয়া টুডেকে বললেন, সফরের শুরুতে অধিনায়ককে নিয়ে অনিশ্চয়তা দলের জন্য ভালো কিছু নয়।

সিরিজ শুরুর টেস্টে অধিনায়কের অবশ্যই খেলা উচিত। সে চোট পেলে অন্য ব্যাপার ছিল। কিন্তু অন্য কোনো কারণে অধিনায়ক যদি প্রথম টেস্টে না থাকে, তাহলে সহঅধিনায়কের ওপর অনেক চাপ পড়ে এবং তা সহজ নয়। আমরা খবরে দেখছি যে, রোহিত প্রথম টেস্টে খেলবে না। দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া নিয়েও অনিশ্চয়তা আছে। এটা যদি সত্যি হয়, তাহলে আজিত আগারকারের উচিত তাকে বলা যে যা ইচ্ছা করতো পারো। বিশ্রাম চাইলেও নিতে পারো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে এই সফরে তুমি অংশ নিতে পারবে কেবল একজন ক্রিকেটার হিসেবে। যখন ইচ্ছে সফরে গিয়ে দলে যোগ দিতে পারো তুমি। কিন্তু এই সফরের জন্য সহঅধিনায়ককে আমরা অধিনায়ক হিসেবে ঘোষণা করছি। অস্ট্রেলিয়া সফরে ভারতের সহঅধিনায়ক হিসেবে যাচ্ছেন জাসপ্রিত বুমরাহ। ২০২২ সালে রোহিতের অনুপস্থিতিতেই ইংল্যান্ডে একটি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন এই ফাস্ট বোলার। নিউজিল্যান্ডের কাছে তিন টেস্টে হারার পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথও কঠিন হয়ে গেছে ভারতের জন্য।

পূর্ববর্তী নিবন্ধভিসা জটিলতায় প্রথম ম্যাচ থেকে বাদ নাসুম-নাহিদ
পরবর্তী নিবন্ধটাইগার ক্রিকেটার যাদের ‘দুর্ভাগা’ বললেন সাকিব