রোহিঙ্গা সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোকে একযোগে কাজ করতে হবে

গোলটেবিল বৈঠকে মীর হেলাল

| বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ১১:০৫ পূর্বাহ্ণ

আসন্ন নির্বাচনে দলগুলোর পক্ষে গণতান্ত্রিক রূপান্তর ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে স্পষ্ট বক্তব্য থাকা দরকার। জাতীয় নিরাপত্তা ও রোহিঙ্গা সমস্যার সমাধানে রাজনৈতিক দলগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এরং তাদের নির্বাচনী ইশতেহারে বিষয়টি থাকা উচিত। রোহিঙ্গাদের কারণে বর্তমানে যে মানবিক, আর্থিক, সামাজিক বা পরিবেশগত সমস্যা চলছে, সামনের দিনগুলোতে এর সঙ্গে যদি রাজনৈতিক ও সামরিক সমস্যা যুক্ত হয়, তা বাংলাদেশের জন্য বিরাট বিপদ তৈরি করবে। পাশেই পার্বত্য চট্টগ্রাম অস্থির এবং নানাবিধ সশস্ত্র কর্মকাণ্ডের কারণে নাজুক।

গতকাল বুধবার চট্টগ্রাম সেন্টার ফর রিজিওন্যাল স্টাডিজ, বাংলাদেশ (সিসিআরএসবিডি) উদ্যোগে সাউদার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে হল রুমে রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে জাতীয় নিরাপত্তা ও রোহিঙ্গা সমস্যার সমাধান বিষয়ক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। খবর বাংলানিউজের।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে সব রাজনৈতিক দলগুলোকে একযোগে কাজ করতে হবে। মনে রাখতে হবে এই বিষয়ে কোনো ভিন্নমত পোষণ করার সুযোগ নেই। যদি এ সমস্যা সমাধানে আমরা ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে রোহিঙ্গা সমস্যা ভয়াবহ রূপ নেবে।

চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ বাংলাদেশ (সিসিআরএসবিডি) এর গোলটেবিল আলোচনার ধারণপত্রে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও নিবার্হী পরিচালকসিসিআরএসবিডি প্রফেসর ড. মাহফুজ পারভেজ বলেন, দলগুলোর উচিত জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তার বিষয়গুলো সামনে আনা। শুধু ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই হলে গণতান্ত্রিক রূপান্তর নির্বিঘ্ন হতে পারবে না। সিসিআরএসবিডি’র চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে প্রধান আলোচক ছিলেন চবি উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

গোলটেবিল বৈঠকে অতিথি ছিলেন, পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, জামায়াতে ইসলামীর ড. মশিউর রহমান, সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) . শরীফ আশরাফউজ্জামান, গণঅধিকার পরিষদের ইমন মোহাম্মদ, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ (রুমী), এনসিপির কেন্দ্রীয় সদস্য সাগুফতা বুশরা মিশমা, মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, কর্মপরিষদ সদস্য প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী, . মাসরুর হোসাইন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম।

সিসিআরএসবিডি’র পরিচালক প্রফেসর সরওয়ার জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সিসিআরএসবিডি পরিচালক মো. নাজমুল ইসলাম চৌধুরী। প্যানেল আলোচক ছিলেন চবি অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, সাংবাদিক কবি ওমর কায়সার, মং রাজা মং প্রম্ন সাইন ফাউন্ডেশন চেয়ারম্যান কুমার সুই চিং প্রম্ন সাইন, চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সাধারণ সম্পাদক প্রফেসর ড. জাহেদুর রহমান।

সভাপতির বক্তব্যে লিয়াকত আলী চৌধুরী বলেন, রোহিঙ্গা সংকট এখন আর কেবল মানবিক সমস্যা নয়, এটি আমাদের জাতীয় নিরাপত্তা, অর্থনীতি, সমাজ কাঠামো এবং পরিবেশের জন্য এক প্রকার চ্যালেঞ্জ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে গড়ে তোলা হবে আন্তর্জাতিক মানের নার্সিং ইনস্টিটিউট
পরবর্তী নিবন্ধ২৫ জানুয়ারি পলোগ্রাউন্ডে সর্বকালের সর্ববৃহৎ মহাসমাবেশ হবে