রোহিঙ্গা তরুণ আটক রামুতে ৮ কোটি টাকার আইস জব্দ

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৪ at ৪:৩২ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামুতে ১ কেজি ৬২৫ গ্রাম ক্রিস্টালমেথসহ (আইস) এক রোহিঙ্গা তরুণকে আটক করেছে বিজিবি। তার নাম মো. ফায়সাল (২০)। তিনি উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প১ ও ব্লক নং৭ এর বাসিন্দা ইয়াছিনের ছেলে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ দৈনিক আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন।

লে. কর্নেল তানজিদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় রামু ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি জোরদার করা হয়। এসময় মরিচ্যা পশ্চিম গোয়ালিয়া সড়কে এক তরুণকে সন্দেহ হলে তল্লাশি করে ১ কেজি ৬২৫ গ্রাম ক্রিস্টালমেথ উদ্ধার করা হয়। মাদকগুলোর আনুমানিক বাজারমূল্য ৮ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা। আটক তরুণের বিরুদ্ধে মাদকসহ নিয়মিত মামলা করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড ও মীরসরাইয়ের ২৪ ইউনিয়নে প্রশাসক নিয়োগ
পরবর্তী নিবন্ধশাবিতে প্রোভিসি কোষাধ্যক্ষকে শপথ পাঠ করিয়ে সমালোচনার মুখে সমন্বয়করা