উখিয়ায় ১৬ লাখ ৫০ হাজার বাংলাদেশি জাল নোট ও একটি মোটর সাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৪ এপিবিএন। গতকাল মঙ্গলবার ভোর রাতে কুতুপালং ১-ইস্ট ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হল উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যার জামবাগান এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে মো. রহিম (২৩) ও একই এলাকার ফিরোজ মিয়ার ছেলে সারোয়ার কামাল (১৮)। তাদের গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।
তিনি জানান, মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে সন্দেহ জনক দুই যুবককে তল্লাশী করা হয়। এ সময় একটি ওভেন ব্যাগে মুড়ানো ১৬ লাখ ৫০ হাজার জাল টাকার নোট উদ্ধার করা হয়। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি মোটর বাইক জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।