রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রথম ইয়াবা তৈরির কাঁচামাল উদ্ধার

উখিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২২ মার্চ, ২০২২ at ৮:২২ পূর্বাহ্ণ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রথম প্রায় দেড় কেজি ইয়াবা তৈরির প্রধান কাঁচামাল উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। যার আনুমানিক মূল্য ৩৯ লাখ টাকা। এ সময় ইউনুছ (২৬) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার ক্যাম্প ১৯ এর সি/৫ ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।
উখিয়ার ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযানে ১ কেজি ৩শ গ্রাম ওজনের ইয়াবা তৈরির প্রধান উপকরণ সাদা রঙের এমফিটামিন /মিথাইল এমফিটামিন জাতীয় পাউডারসহ রোহিঙ্গা ইউনুছকে গ্রেপ্তার করা হয়। রোহিঙ্গা হোসেন আহাম্মদের ছেলে ইউনুছের বসতঘর থেকে এসব সামগ্রী উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা তৈরির প্রধান কাঁচামাল উদ্ধারের ঘটনা এই প্রথম। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ইয়াবা তৈরি না হলে উপকরণ কেন আসবে! আটক রোহিঙ্গাকে এব্যাপারে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্নভাবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করাসহ অভিযান অব্যাহত রয়েছে।
উখিয়ার পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, রোহিঙ্গারা খুবই মারাত্মক ও ক্রমে ভয়ংকর হয় উঠছে। হয়ত ক্যাম্পে ভেতরে গোপন কোন ইয়াবা তৈরির কারাখানা রয়েছে। না হলে এসব কাঁচামাল উদ্ধারের ঘটনা ঘটত না। রোহিঙ্গাদের ওপর কঠোর তদারকি ও নজরদারি আরোপের দাবি জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধখাগরিয়ায় ভোটের আগের রাতে অস্ত্রসহ দুই ভাই গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে হিমাগার নির্মাণের দাবি