আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ কমান্ডার রহিমুল্লাহ ওরফে মুছাসহ চারজনকে আটক করেছে র্যাব–১৫। গত মঙ্গলবার রাতে উখিয়া উপজেলার তেলখোলা–বরইতলী গহীন পাহাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, দেশি–বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। র্যাব–১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডস্থ তেলখোলা–বরইতলী পাহাড়ের রাস্তার মুখোমুখি এলাকায় অভিযান পরিচালনা করে উখিয়া উপজেলার মো. জাফর আলমের ছেলে মো. শফিক (২৮) ও মৃত আব্দুস সালামের ছেলে মো. সিরাজকে (৩০) ৬ কেজি ৫৩০ গ্রাম বিস্ফোরক দ্রব্যসহ আটক করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্য অনুযায়ী উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডস্থ তেলখোলা–বরইতলী গহীন পাহাড়ে অভিযান পরিচালনা করে আরসার শীর্ষ কমান্ডার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প–১৮ এর বাসিন্দা হাফেজ আহমেদের ছেলে রহিমুল্লাহ প্রকাশ মুছা (২৭) ও ক্যাম্প–৪ এর আরসার অন্যতম কমান্ডার মৃত বদি আলম এর ছেলে শামছুল আলম প্রকাশ মাস্টার শামসুকে (২৯) আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩৬ কেজি ৭৮০ গ্রাম বিস্ফোরকসহ মোট ৪৩ কেজি ৩১০ গ্রাম বিস্ফোরক দ্রব্য, একটি বিদেশি পিস্তল, ২টি ওয়ান শুটারগান, ৪টি পিস্তলের বুলেট, ৩টি ওয়ান শুটারগানের বুলেট এবং ২টি বাটন মোবাইল ফোন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।