রোহিঙ্গা ক্যাম্পে হত্যা মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

উখিয়া প্রতিনিধি | বুধবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:২২ পূর্বাহ্ণ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম আজিজ উল্লাহ (৪৯)। তিনি উখিয়ার বালুখালী ১৯ নম্বর ক্যাম্পের এ/১৭ ব্লকের মৃত আবুল হোসেনের পুত্র। গত সোমবার রাত ৮টার দিকে ১৯ নম্বর ক্যাম্পের একটি লার্নিং সেন্টারের পাশ থেকে তাকে গ্রেপ্তার করে এপিবিএন পুলিশ।

৮ এপিবিএন পুলিশের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের জানান, তাজনিমারখোলা এপিবিএন পুলিশ গোপন সংবাদে জানতে পারে ১০১৫ জনের একদল সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য অবস্থান করছে। এ ব্যাপারে ক্যাম্প১৯ এর এ/৫ ব্লকে এপিবিএন পুলিশের একটি টিম তাদের ধরতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পার্শ্ববর্তী ক্যাম্প ২০ এর দিকে পালিয়ে যায়। পুলিশ ধাওয়া করে আজিজ উল্লাহকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান (এলজি) ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি একটি হত্যা মামলার আসামি। তাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅবৈধ জাল অপসারণে চট্টগ্রামে বিশেষ কম্বিং অপারেশন শুরু
পরবর্তী নিবন্ধভুল পদবী ব্যবহার করে দাঁতের চিকিৎসা, একলাখ টাকা জরিমানা