রোহিঙ্গা ক্যাম্পে স্বামীকে কুপিয়ে হত্যা

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ৯ এপ্রিল, ২০২২ at ৭:০১ পূর্বাহ্ণ

টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরে স্বামীকে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী। টেকনাফের উনচিপ্রাং ২২ নং ক্যাম্পে গতকাল এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার দুপুর পৌনে ৩ টার সময় পারিবারিক কলহের জের ধরে রোহিঙ্গা নারী সাজিদা বেগম (২৩) তার স্বামী মো. সৈয়দুর রহমানকে (৩২) ঘুমন্ত অবস্থায় দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আশপাশের রোহিঙ্গারা ভিকটিমকে তাৎক্ষণিক ক্যাম্প অভ্যন্তরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সৈয়দুর ওই ক্যাম্পের ব্লক-সি/২ এর হামিদুর রহমানের ছেলে। ১৬ আর্মড পুলিশ ব্যটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক জানান, এ ঘটনার প্রেক্ষিতে এপিবিএন অফিসার ও ফোর্স দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে রোহিঙ্গা নারীকে আটক করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার করে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় বারুনীর স্নান ও মেলা আজ
পরবর্তী নিবন্ধবাংলাদেশ-ভারত মৈত্রীর বন্ধন দৃঢ়তর হচ্ছে