স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ বুধবার (২৪ মার্চ) দুপুরে তিনি হেলিকপ্টার যোগে ক্যাম্পে পৌঁছেন।
পরিদর্শন শেষে তিনি র্যাব-১৫ এর উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে কাপড় বিতরণ করেন।
এ সময় কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, স্বরাষ্ট্র সচিব (জননিরাপত্তা বিভাগ) মোস্তাফা কামাল আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২ মার্চ সোমবার বিকেলে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের প্রাণহানি, ১৩৬টি লার্নিং সেন্টার, ২টি হাসপাতাল, ১০ হাজার ঘর, ১২ শতাধিক দোকান ও ৪৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়।