রোহিঙ্গা ক্যাম্পে স্কুল শিক্ষিকাকে কুপিয়ে জখম, যুবক আটক

উখিয়া প্রতিনিধি | বুধবার , ২৯ জুন, ২০২২ at ১০:৩৭ পূর্বাহ্ণ

এক বাংলাদেশি স্কুল শিক্ষিকাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে এক রোহিঙ্গা বখাটে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ ওয়েস্ট এর ১৮ নম্বর লার্নিং সেন্টারে এ ঘটনা ঘটে। আহত শিক্ষিকার নাম ডেইজি বড়ুয়া। স্কুলটি ইউনিসেফের অর্থায়নে মুক্তি কক্সবাজার নামক এনজিও পরিচালনা করে আসছে। গুরুতর আহত ওই শিক্ষিকা বর্তমানে কক্সবাজার জেলা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী কর্মকর্তা বিমল চন্দ্র দে সরকার বলেন, মাদকাসক্ত এক রোহিঙ্গা যুবক গতকাল সকালে আকস্মিকভাবে লার্নিং সেন্টারে ঢুকে সেখানকার শিক্ষিকা ডেইজিকে এলোপাতাড়ি কোপায়। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসক আশেকুর রহমান জানান, ওই শিক্ষিকার পা, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে।

ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাইমুল হক বলেন, এ ঘটনায় অভিযুক্ত রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। সে মাদকাসক্ত বলে জানতে পেরেছি। প্রথমে সে বউকে পিটিয়েছে। এরপর ওই শিক্ষিকাকে সামনে পেয়ে কুপিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার সৈকতে যুবকের মরদেহ
পরবর্তী নিবন্ধহোটেলের বর্জ্য সাগরে