রোহিঙ্গা ক্যাম্পে সুইডেনের রাষ্ট্রদূত

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ অক্টোবর, ২০২১ at ৫:৩৬ পূর্বাহ্ণ

রোহিঙ্গা ক্যাম্প ঘুরে গেলেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে। গতকাল বুধবার টেকনাফের ক্যাম্প-২১ (চাকমারকুল), ক্যাম্প-২৬ (শালবাগান) ও নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প পরিদর্শন করেন তিনি। এসময় তাঁর সাথে ছিলেন সুইডিশ দূতাবাসের প্রতিনিধি ফাস্ট সেক্রেটারি ও সেকেন্ড সেক্রেটারি। এ ব্যাপারে ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক বলেন, সুইডিশ রাষ্ট্রদূতের সফরকালীন সময়ে এপিবিএন অফিসার ও ফোর্স সার্বিক নিরাপত্তা প্রদানসহ আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থেকে দায়িত্ব পালন করছেন।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে চেয়ারম্যান পদে নৌকার টিকিট চান অনেকেই
পরবর্তী নিবন্ধপাপিয়া দম্পতির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র গ্রহণ