রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

উখিয়া প্রতিনিধি | রবিবার , ১৬ জুন, ২০২৪ at ৫:১৭ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে তুলে নিয়ে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে। ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানিয়েছেন।

নিহত হলো উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১৪ ব্লকের বাসিন্দা জমির হোসেনের পুত্র খাইরুল আমিন (৩৬)। নিহত যুবক আরএসও সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার (১৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্য জমির হোসেনের পুত্র মোঃ খাইরুল আমিনকে (৩৬) আরসা কমান্ডার সলিমের নেতৃত্বে গতকাল রাত সাড়ে ৮ টার দিকে ভিক্টিমের শেড থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর পাশ্ববর্তী উখিয়ার মোছারখোলা বাঙ্গালী পাড়া ধান ক্ষেত থেকে গুলিবিদ্ধ অবস্থায় খাইরুল আমিনের লাশ উদ্ধার করে উখিয়া থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএসি বিস্ফোরণে দগ্ধ মহেশখালীর একই পরিবারের ৪ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে ভ্যানগাড়ি উল্টে কিশোরের মৃত্যু