রোহিঙ্গা ক্যাম্পে ব্র্যাক কার্যালয়ে আগুন

টেকনাফ প্রতিনিধি | শুক্রবার , ৩০ ডিসেম্বর, ২০২২ at ৪:১৭ পূর্বাহ্ণ

কঙবাজারের টেকনাফ উপজেলার চাকমারকুল ২১ নং রোহিঙ্গা ক্যাম্পে বেসরকারি সংস্থা ব্র্যাকের একটি ওয়াশ সেন্টারে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে ক্যাম্পের ব্লক ৬ এ অবস্থিত ব্র্যাকের একটি ওয়াশ সেন্টার থেকে এই আগুনের সূত্রপাত হয়। পরে ক্যাম্পের ভলান্টিয়ার ও উখিয়া ফায়ার সার্ভিসের একটি টিমের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে পাশের অন্যান্য রোহিঙ্গা শেডের কোনো ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহত হয়নি বলে জানা গেছে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) রুকনুজ্জামান জানান, রোহিঙ্গা ক্যাম্পের ব্র্যাক নামক এনজিওর অফিসের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে ৭/৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘ভারতে বসে পরিকল্পনা, দেশে এসে ডাকাতি’
পরবর্তী নিবন্ধচালককে চেতনানাশক খাইয়ে সিএনজি টেক্সি ছিনতাই