রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন, শিশু নিহত

দুমাসে ৪বার

উখিয়া প্রতিনিধি | বুধবার , ৯ মার্চ, ২০২২ at ৭:০২ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং মেগা ক্যাম্পে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক শিশু নিহত ও অর্ধশতাধিক রোহিঙ্গা নারী ও শিশু আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ অগ্নিকাণ্ডে অন্তত চার শতাধিক রোহিঙ্গা বসতি পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে কুতুপালং ৫ নাম্বার ক্যাম্পে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে নিহত শিশু মো. আয়াজ (৩) ক্যাম্পের ডি ব্লকের মো. করিমের ছেলে। ২০২২ সালের ২ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত ৪টি রোহিঙ্গা ক্যাম্পে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের উখিয়ার ৪টি, কক্সবাজারের ৩টি ও ক্যাম্পের ১টি স্যাটেলাইট ইউনিট আগুন নেভানোর অভিযানে অংশ নেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিসের সঙ্গে এপিবিএন পুলিশ, বিভিন্ন এনজিওকর্মী, স্থানীয় লোকজন, রোহিঙ্গা স্বেচ্ছাসেবীরা আগুন নিয়ন্ত্রণে অভিযানে অংশ নেন। কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন অফিসের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামছু উদ দৌজা বলেন, প্রায় তিন শতের মত রোহিঙ্গা ঘর পুড়ে গেছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাহেদ হোসেন বলেন, ক্ষয়ক্ষতি, অগ্নিকাণ্ডের সূত্রপাত, হতাহতের সঠিক তথ্য জানাতে আরও কিছু সময় লাগবে। আমরা এখনো ক্যাম্পে, তবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কয়দিন যেতে না যেতেই কোনো না কোনো ক্যাম্পে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। ২০২২ সালের ২ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত ৪টি রোহিঙ্গা ক্যাম্পে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ৯ জানুয়ারি উখিয়ার শফিউল্লাহ কাটা ১৬নং রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে যায় প্রায় ৬০০ ঘর। এর আগে ২ জানুয়ারি ২০নং এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের একটি বিশেষায়িত ৭০ শয্যার করোনা হাসপাতালটি পুড়ে যায়। গত বছর রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ৬৫টি ও ২০২০ সালে ৮২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বছর ২২ মার্চে আলোচিত অগ্নিকাণ্ডে উখিয়ার কুতুপালং মেগা তিন ক্যাম্পে ১০ হাজার ঘর পুড়ে যায়। মারা যায় ১১ জন রোহিঙ্গা।

পূর্ববর্তী নিবন্ধপাঁচলাইশে ৮২ লাখ টাকার ভিওআইপি সরঞ্জামসহ গ্রেপ্তার এক
পরবর্তী নিবন্ধভোজ্যতেল কেনা বেচায় লাগবে রশিদ