রোহিঙ্গা ক্যাম্পে প্রতি বছর জন্ম নেয় ৩০ হাজার শিশু : মুখপাত্র

| মঙ্গলবার , ২৮ জানুয়ারি, ২০২৫ at ৬:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে প্রতি বছর আনুমানিক ৩০ হাজার নতুন শিশু জন্ম গ্রহণ করে থাকে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। খবর বাংলানিউজের।

মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানান, বর্তমানে ১.৩ মিলিয়ন রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় (আরআরআরসি)- এর তথ্যানুযায়ী বাংলাদেশে অবস্থানরত নিবন্ধিত রোহিঙ্গাদের সংখ্যা ১০,০৫,৫২০ জন যার মধ্যে ২,০৪,২৭৪ পরিবার রয়েছে। দেশে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে ৫২ শতাংশ শিশু, ৪৪ শতাংশ প্রাপ্ত বয়স্ক, ৪ শতাংশ বয়স্ক রয়েছে। বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে প্রতি বছর আনুমানিক ৩০ হাজার নতুন শিশু জন্ম গ্রহণ করে।

তিনি জানান, বিভিন্ন সময়ে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। ১৯৭৭৭৮ সালে ২০০,০০০ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করে যার মধ্যে ১৯০,০০০ জন রোহিঙ্গা মিয়ানমারে ফিরে যায়। ১৯৯১ সালে ২৫০,৮৭৭ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করে যার মধ্যে ২৩৬,৫৯৯ জন রোহিঙ্গা মিয়ানমারে ফিরে যায়। পরবর্তীতে ২০১২২০১৬ সালে প্রায় ৮৭,০০০ জন এবং ২০১৭ সালে ৮৫০,০০০ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে। তাছাড়া ২০২৪ সালে নতুন করে আনুমানিক ৬৪,৭১৮ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে, যাদের বায়োমেট্রিক পরিচিতি বর্তমানে সংগ্রহ করা হচ্ছে। এর ভিত্তিতে পরবর্তীতে একটি সঠিক সংখ্যা জানা সম্ভব হবে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে তিন দিনে ভেসে এলো ৭০ মৃত কচ্ছপ
পরবর্তী নিবন্ধতরুণরা মত প্রকাশে এখন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন : জরিপ