রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে প্রাণ গেল ২ জনের

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ৩ জুলাই, ২০২৪ at ১২:২৭ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভারী বৃষ্টিতে পৃথক পাহাড় ধসে ২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন শিশুও রয়েছে। এতে আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার (৩ জুলাই) ভোরে ৮ ও ১১নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ১১ নম্বর ক্যাম্পের এফ/১ ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে মো. আনোয়ার হোসেন (২১) ও ক্যাম্প-৮ ইস্টের ৪১ নম্বর ব্লকের মো. আলমের (বাঙ্গালী) ছেলে সিফাত (১৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/১ ব্লকে এবং ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৪১ নম্বর ব্লকে চলমান ভারীবৃষ্টিতে পাহাড়ের উপরে থাকা শেল্টার ধসে মো. আনোয়ার হোসেন নামের একজন রোহিঙ্গা পাহাড়ের মাটিতে চাপা পড়ে এবং মামার শেডে বেড়াতে এসে সিফাত নামের এক শিশু মাটি চাপা পড়ে নিহত হয়। এছাড়া আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মো. হাসমত বলেন, ‘ক্যাম্পে পাহাড়ের পাদদেশে অধিকাংশ রোহিঙ্গাদের বসতি। ফলে ভারী বৃষ্টিতে প্রাণহানির ঘটনা ঘটছে। নিরূপায় হয়ে রোহিঙ্গারা ঝুঁকি নিয়ে বসবাস করছে। এভাবে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে তাদের নিরাপদ স্থানে সরিয়ে না নিলে ক্যাম্পে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।’

উল্লেখ্য, এর আগে গত ১৯ জুন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ১০ জন নিহত হয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পকে দায়মুক্তির রায় আইনের শাসনের প্রতি অবজ্ঞা : বাইডেন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে স্ত্রী‌কে হত্যার দা‌য়ে স্বামীর মৃত্যুদণ্ড