উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারের জেরে’ এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টায় উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান। খবর বিডিনিউজের।
নিহত মো. ইয়াছিন (৩৫) একই ক্যাম্পের সি–১ ব্লকের বাসিন্দা আব্দুল বারীর ছেলে। তিনি ক্যাম্পে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার অধীনে শিশুদের জন্য চালু থাকা লার্নিং সেন্টারের নৈশ প্রহরী ছিলেন।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন ও স্থানীয়দের বরাতে ওসি শামীম সাংবাদিকদের বলেন, রাতে ইয়াছিন নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছিলেন। এ সময় মুখোশধারী ৭–৮ জন তাকে ঘিরে ধরে মারধর শুরু করে। একপর্যায়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে ফেলে রেখে যায়।